এইচএসসির ফলাফলে দেশসেরা থেকে তলানিতে যশোর বোর্ড
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে তলানিতে নেমেছে যশোর বোর্ড। এ বছর (২০২৩) যশোর বোর্ডে পাসের হার ৬৯.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১২২ জন শিক্ষার্থী। পাসের হারের দিক থেকে এই ফলাফল সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বনিম্ন।
এইচএসসি ২০২২-এর ফলাফলে এ বোর্ডের পাসের হার ছিল ৮৩.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী।
ফলাফল অনুযায়ী, গত বছরের তুলনায় এবার যশোর বোর্ডে পাসের হার কমেছে ১৪.০৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ১০ হাজার ৫৮১। অথচ দুই বছর আগেও (২০২১) এইচএসসির ফলাফলে দেশসেরা অবস্থানে উঠে এসেছিল যশোর বোর্ড।
২০২১ সালে যশোর বোর্ডের পাসের হার ছিল ৯৮.১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।
পাসের হার এভাবে কমে আসার কারণ হিসেবে ইংরেজি ও গণিত পরীক্ষায় খারাপ হওয়াকে দায়ী করছে বোর্ড কর্তৃপক্ষ।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, ইংরেজি এবং উচ্চতর গণিতে শিক্ষার্থীরা খারাপ ফলাফল করেছে। এর প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। আগামীতে বোর্ডের ফলাফল ভাল করার জন্য তারা পদক্ষেপ নেবেনে।
২০২৩ সালের যশোর বোর্ড থেকে ১ লাখ ৯ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী অংশ নেয় এইচএসসি পরীক্ষায়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৬ হাজার ৬১৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ৪০ হাজার ৭৩১ জন। পাসের হার ৬৯ দশমিক ৮৮। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১২২ জন। বহিষ্কৃত হয়েছে ২৭ জন।