সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৭ম দফার দুই দিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে আজ (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম আজ সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল থেকে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সারাদেশে ৪৩০টি র্যাব ইউনিটসহ সমসংখ্যক বিজিবি প্লাটুন মোতায়েন করা হয়েছিল।