যেভাবে জানবেন স্কুলে ভর্তির লটারির ফল
সারাদেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারি শেষে ফল প্রকাশ হয়েছে আজ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি কেন্দ্রীয় ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
জানা গেছে, গত রোববার মাধ্যমিকের লটারির জন্য নির্ধারিত ছিল। কিন্তু ঐদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করায় লটারির তারিখ পেছানো হয়।
ডিজিটাল লটারির ভর্তির ফলাফল দেখা যাবে https://gsa.teletalk.com.bd/ ওয়েবসাইটে। আবার লটারি হয়ে যাওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকরা এখন মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন।
টেলিটকের মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে। সেজন্য GSA<Space>Result>Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
গত ২৪ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন ৬৫৮টি সরকারি এবং ৩ হাজার ১৮৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।
১৪ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়ার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ১৮ নভেম্বর করা হয়।