ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
যাচাই-বাছাইকালে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে নির্বাচনে ঘোষণা দেওয়া ডলির মনোনয়ন বাতিল করেছেন পাবনার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
মনোনয়ন বাতিল হওয়ার বিষয়ে নির্বাচন কর্মকর্তা মাহবুবুর বলেন, "ব্যাংকের ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে তার আপীল করার সুযোগ আছে।"
এদিকে ডলি সায়ন্তনী জানিয়েছেন, এ বিষয়ে দ্রুতই তিনি আপীল করবেন।
গত ৩০ নভেম্বর পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনএম মনোনীত প্রার্থী ডলি সায়ন্তনী। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় একইসঙ্গে বিভিন্ন কারণে আরও কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।