উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই: বিনায়ক সেন
দেশে টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হলে, ন্যায়বিচার ও স্বাধীনতাকেও গুরুত্ব দিতে হবে। রাজধানীর এক অনুষ্ঠানে এমন মতপ্রকাশ করেছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠানের ( বিআইডিএস) বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকার ওপর জোর দিয়ে বলেন, 'উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই।'
বিআইডিএসের এবারের সম্মেলনের বিষয়বস্তু 'উন্নয়ন, ন্যায্যতা এবং স্বাধীনতা'। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এস আর ওসমানি। তিনি বলেন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতা অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। শ্রম ও উদ্যোগ দুয়ের যৌথ অবদানেই আসে উন্নয়ন, সরকার উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে, কিন্তু সেটা করে দেয় না।
ওসমানি আরও বলেন, তাই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হলে সমাজে ন্যায্যতা ও স্বাধীনতাকে অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনসংখ্যা এখনও পল্লী অঞ্চলে বসবাস করে। শহর ও গ্রামবাসী চাহিদা ও প্রয়োজন উল্লেখযোগ্যভাবে আলাদা। যেমন যথাযথ পয়নিস্কাশন, পানি, বিদ্যুৎ ও বসতবাড়ির প্রয়োজন বেশি অনুভব করে গ্রামবাসী।
'(গ্রামের) গরিব মানুষ সুশাসন ও ভোটের অধিকার নিয়ে চিন্তিত নয়। তারা চায় উন্নয়ন ও ভাতের নিশ্চয়তা। সুশাসন ও ভোটাধিকার সুশীল সমাজের মাথা ব্যথার কারণ হলেও সাধারণ মানুষের নয়। তারা টিউবওয়েল চায়, ভালো টয়লেট চায়, কমিউনিটি ক্লিনিকে ভালো ভালো ওষুধ চায়; ছেলেমেয়েরা যাতে স্কুলে যাতে যেতে, তারা সেগুলোই চায়। তাদের চাওয়া আর নাগরিক সমাজের চাওয়ার মধ্যে ব্যাপক ফারাক।'
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, 'মাহাথির মোহাম্মদ ও সিঙ্গাপুরের লিকুয়ান ইউ দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। তারা উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল তৈরি করে গেছেন। সেখানেতো কোনো প্রশ্ন নেই। কিন্তু বাংলাদেশে বেশি দিন ক্ষমতায় থাকলে বলা হয় স্বৈরশাসক। প্রশ্ন হলো উন্নয়নের দরকার আছে কিনা? দীর্ঘদিন একটি রাজনৈাতক দল সরকারে থাকায় মানুষের উন্নয়নে কাজ করছে কিনা?'