নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নয়, অংশ নিতেই এসেছি: চুন্নু
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাপা নির্বাচন করার জন্যই এসেছে, নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য নয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বনানীর পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, 'আমরা একটি জিনিস চেয়েছি নির্বাচন কমিশন এবং সরকারের কাছে। সেটি হচ্ছে নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু হয়, ভোটাররা যেন আস্থা রাখতে পারে। এটাই আমাদের মূল দাবি। এটি হলেই আমাদের নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।'
জাপা মহাসচিব বলেন, 'নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের পথ। এ লক্ষ্যেই নির্বাচনে এসেছি আমরা, নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য নয়। এবারের নির্বাচনে যেহেতু বিএনপি আসেনি, অ্যান্টি-আওয়ামী লীগ ভোট অনেক বেশি। সেই ভোট আমরা পাব, সেই আশা করে নির্বাচনে এসেছি।'
তিনি আরও বলেন, 'যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং ভোটাররা ভোট দিতে আসতে পারেন, তবে এবারে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি।'
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে জানান চুন্নু ।
মহাসচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিষয়ে সমঝোতা হয়েছে। নির্বাচনে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, 'পশ্চিমারা নির্বাচনের বিষয়ে যেসব কথা বলছে সেটা এদেশের মানুষের মনের কথা, আমাদেরও মনের কথা। যদিও আমরা চাই না বাইরের কেউ আমাদের নির্বাচনের বিষয়ে কথা বলুক। তবে এ সুযোগটি আমরা করে দিয়েছি, আমাদের কিছু রাজনৈতিক ব্যক্তিরা করে দিয়েছেন।'
জাতীয় পার্টির এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সামনে আরও বৈঠক হবে। রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, তা পার্টির নেতাকর্মীরাও চায় বলেও মন্তব্য করেন তিনি।