স্পিকার ‘রিকোগনাইজ’ করুক কিংবা না করুক, জাতীয় পার্টিই বিরোধী দল: চুন্নু
সার্বিকভাবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে এ কথা বলার সুযোগ নেই মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, "কিছু কিছু জায়গায় নির্বাচন ফেয়ার হয়েছে। অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। এক্ষেত্রে সরকারি লোকজন জড়িত...