জি এম কাদেরকে হত্যার হুমকির অভিযোগে জিডি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগে আজ (১৬ ডিসেম্বর) একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জি এম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান উত্তরা পশ্চিম থানায় জিডি করেন। জিডিতে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় একজন অজ্ঞাত এক ব্যক্তি ফোনে জি এম কাদেরকে জাতীয় নির্বাচন থেকে পদত্যাগ না করলে হত্যার হুমকি দেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে বিরত থাকতে বলেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, 'আমরা জিডি পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলছে।'
এ প্রসঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, 'চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো জিডি হয়েছে কি না, আমি জানি না।
চুন্নু বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি তিনিও পেয়েছেন।
'আমি ফোনে অনেক হুমকি পাই, কিন্তু আমি পরোয়া করি না। তারা [বলে] মেরে ফেলবে, এই করবে, ওই করবে — আমার কিছু যায়-আসে না। আমি জিডি করারও প্রয়োজনবোধ করছি না। কারণ নির্বাচনে যাব, এটা আমার রাজনীতি।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের নাগরিক আমি, এদেশে যুদ্ধ করেছি। কারও ভয়ে অন্ততপক্ষে আমি ভীত না।'