আশানুরূপ সংস্কার কিংবা ঐকমত্য হয়নি: শামীম হায়দার পাটোয়ারী
অন্তর্বর্তী সরকারের গত চার মাসের কাজের মূল্যায়ন প্রসঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আজ সোমবার বলেছেন, 'আমি মনে করি এখনো আশানুরূপ সংস্কার হয়নি এবং আশানুরূপ ঐকমত্য হয়নি।'
তিনি বলেন, 'আমি মনে করি দেশ পরিচালনার ক্ষেত্রেও কিছুটা ঝুঁকির মধ্যে পড়ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, রোহিঙ্গা সংকট, মিয়ানমার যুদ্ধ, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক। সব মিলিয়ে আমি মনে করি পেশাদারিত্বের ভিত্তিতে দেশ চালানো উচিত। দেশের মানুষের স্বার্থ দেখে দেশ চালাতে হবে।'
আগামী জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচন নিয়ে এটি একটি ইতিবাচক দিক। নির্বাচনের রূপরেখা নিয়ে আমাদের সামনে আগাতে হবে। রাজনৈতিক দলমাত্রই নির্বাচনের আকাঙ্ক্ষা থাকবে, রাজনৈতিক ব্যক্তিদের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থাকবে। এ আকাঙ্ক্ষাকে উৎসাহিত করা সরকারের কাজ।'
তিনি আরও বলেন, 'একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে সংস্কারের মাধ্যমে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। অন্য সব সংস্কার হলো, কিন্তু নির্বাচন সংস্কার হলো না, তাহলে ত্রুটিপূর্ণ সংস্কার হবে। আমি মনে করি প্রধান উপদেষ্টার এই বক্তব্য যথেষ্ট গ্রহণযোগ্য এবং আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পাবো।'