আগুন লাগার আগে ‘রেলওয়ের পোশাক পরা’ কয়েকজন অগ্নিনির্বাপক নিয়ে ট্রেনে ঘোরাফেরা করছিল: পুলিশ
রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আগুন লাগার আগে কয়েকজন ব্যক্তি অগ্নিনির্বাপক বস্তুসহ ট্রেনের বগির মধ্যে ঘোরাফেরা করছিল। তাদের পরনের পোশাকও ছিল রেলওয়ের পোশাকের মতোই।
অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সাথে দেখা করার পর এক ভুক্তভোগীর বরাত দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নুরুল হক নামে এক ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, 'অগ্নিকাণ্ডের আগে রেলওয়ের পোশাকের মতো কাপড় পরা কয়েকজন ব্যক্তিকে ট্রেনের বগির মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের হাতে অগ্নিনির্বাপক বস্তুও ছিল।'
আজ ভোরে ট্রেনটি নেত্রকোনা থেকে রাজধানীর বিমানবন্দর স্টেশনে পৌঁছায়। এরপর সেটি কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পথে ট্রেনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নুরুলের বরাত দিয়ে হাবিবুর রহমান বলেন, মহাখালী পৌঁছানোর আগে ওই ব্যক্তিদের দেখা গিয়েছিল। আগুন লাগার পর নুরুল তেজগাঁও নাখালপাড়া এলাকার কাছে ট্রেনের জানালা দিয়ে বাইরে লাফ দেন। এতে তিনি আহত হন।
তবে নুরুল সরাসরি ওই ব্যক্তিদের ট্রেনে আগুন লাগাতে দেখেননি বলেও জানান।
আজ ভোর ৫টার দিকে তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মা ও ছেলেসহ চারজন নিহত হয়।