প্রার্থিতা বাতিলের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। করেন রিটার্নিং অফিসাররা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা, আইনের ধারায় মামলাও করা হয়েছে।
আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি আলমগীর।
নির্বাচনী প্রচারণায় অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অনেকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের ঘটনাও গণমাধ্যমে এসেছে। এই অবস্থায়, প্রার্থিতা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা– জানতে চাইলে ইসি আলমগীর বলেন, চট করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না।
'কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার' অভিযোগ তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সময় শেষ হয়েছে কিনা এবং কী ব্যবস্থা নেয়া হবে- জানতে চাইলে ইসি আলমগীর বলেন, এখনো ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হবে।
আলমগীর বলেন,'কার প্রার্থিতা বাতিল করব, কার প্রার্থিতা বাতিল করব না, সেটি অগ্রিম বলা যাবে না। রিপোর্ট দেখার পর দেখতে হবে, সেখানে কী আছে। রিপোর্ট হাতে আসলে তখন আমরা বসব, আলোচনা করে দেখব এবং নিয়ম অনুযায়ী তাকেও তো আমাদের শুনতে হবে। তাকে বলতে হবে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী। তারপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।'
তিনি বলেন, 'সব জায়গায় কঠিন বার্তা দেয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেয়া যায় না।'
'নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কারণ, অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না'- বলেও মন্তব্য করেন তিনি।