সরকার আতঙ্কিত, ভেতরে ভেতরে এক্সিট খুঁজছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'ভোট ডাকাতিতে অভ্যস্ত সরকার' এখন আতঙ্কিত।
রোববার (২৪ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এই ভোট-ডাকাত সরকার ভেতরে ভেতরে এক্সিট খুঁজছে। ভয়ে-আতঙ্কে প্রলাপ বকছে।'
তিনি বলেন, 'নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে সরকার এখন ভোট-ভোট খেলায় মেতে উঠেছে।'
বিএনপির এ নেতা আরও বলেন, জাতীয় নির্বাচন 'মঞ্চায়ন' হচ্ছে। 'এটা কোনো নির্বাচনই নয় — নির্বাচনের যে সংজ্ঞা, তার মধ্যেই এটা পড়ে না,' বলেন তিনি।
রিজভী বলেন, 'সকল ৩০০ আসন [প্রধানমন্ত্রী] শেখ হাসিনার ইচ্ছায় [পূর্ণ হবে]।'
নির্বাচনের ফলাফল ইতোমধ্যে প্রস্তুত — কেবল ৭ জানুয়ারি ঘোষণা করা হবে, রিজভী অভিযোগ করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'কোন আসনের প্রার্থী কত ভোট পাবেন তাও নির্ধারণ করা হয়েছে।
'যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা এবং ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে।'