আগের রাতে ভোট হবে না শতভাগ নিশ্চিত করেছি প্রার্থীদের: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে কোনো ভোট দেওয়া হবে না।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীতে প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, '৯৯ শতাংশ নয়, আমরা এ বিষয়টি শতভাগ নিশ্চিত করতে পারি।'
'ব্যালট পেপার ভোটের দিন সকালে যাবে কেন্দ্রে। এমনকি ভোটের ১০ দিন বা ১০ মাস আগে গেলেও সমস্যা নেই। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের অবস্থান করে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো খালি কি না তা দেখে নেওয়ার পর বাক্সগুলো [ভোট দেওয়ার জন্য] বন্ধ করা হবে,' আউয়াল বলেন।
'ভোটগ্রহণ শেষ, গণনা এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পোলিং এজেন্ট উপস্থিত থাকবেন; দেখবেন ভোট গণনা সঠিকভাবে হয়েছে কি না। যদি গণনা সঠিকভাবে হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তিনি বলেন।
সিইসি আরও বলেন, 'প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো মোটামুটি ভালো। কিছু জায়গায় বিক্ষিপ্ত পোস্টার ছেঁড়া, কিছু নির্বাচনি ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে, দু-চারটি মারামারি হয়েছে। সার্বিকভাবে প্রার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের আচরণে সন্তুষ্ট।'
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাহী প্রশাসন, পুলিশ প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আমরা স্পষ্ট বার্তা দিয়েছি — ভোটগ্রহণের শেষদিন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠুভাবে ধরে রাখতে হবে।
'প্রিজােইডিং অফিসার-পোলিং অফিসারদের বলেছি, ভোটকেন্দ্রে যেন অননুমোদিত মানুষ প্রবেশ করতে না পারেন, তা ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে। এটি কঠোর নজরদারিতে রাখতে হবে। কারণ এটি হলে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে,' তিনি আরও বলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ফুটে উঠবে মিডিয়ার মাধ্যমে। কারণ মিডিয়াকর্মীরা ভোটকেন্দ্রের ভেতরে থাকবেন। তারা প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই সরাসরি প্রবেশ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, সত্য-মিথ্যা তাৎক্ষণিকভাবে জনগণকে জানাতে পারবেন।'