‘মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে’: প্রধান নির্বাচন কমিশনার
সাধারণ মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকার সাভারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত 'ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সিইসি নাসির উদ্দিন বলেন, "এখানে সর্বস্তরের ব্যক্তিরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, আমি অনুরোধ করবো আমাদের এই হালনাগাদ কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন। মানুষতো ভোটের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছে।"
এ সময়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ যাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, "৫ই আগস্টের বিপ্লব আমাদের একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আমি জানি না, ভবিষ্যতে কখন আবার এই সুযোগ আসবে। নানাবিধ সুযোগের মধ্যে এই সুযোগটা হচ্ছে ভোটের অধিকার আদায়ের সুযোগ।"
তিনি বলেন, "যেদিন মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারবে, ফেয়ারলি (ন্যায়সঙ্গতভাবে), উইদাউট অ্যানি ইন্টিমিডেশন (কোনো ধরনের ভয় ছাড়াই) নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমি মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে।"
তিনি আরও বলেন, "আমরা সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছি এবং সবাইকে সাথে নিয়েই আমাদের এই কাজটা করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়।"
প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, জাতীয় নির্বাচন শুধু নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। তিনি জনগণকে উদ্বুদ্ধ করে বলেন, "বাঙালি ঐক্যবদ্ধ হতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি যুদ্ধ করতে জানে। সুতরাং বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায় করবে আমাদের নেতৃত্বে, আমরা আছি আপনাদের সাথে।"
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেন সিইসি। এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, ভোট দেওয়ার গুরুত্ব বোঝাতে হবে এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে দায়িত্ব নিতে হবে।"
অনুষ্ঠানে নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশন এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, "বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধের জন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা চাই, তরুণ প্রজন্ম যেন ভোট দিতে পারে এবং যারা এখনো ভোট দিতে পারেনি, তাদের আক্ষেপ ঘোচানো উচিত।"
'বিদেশি নাগরিকেরা প্রতারণার আশ্রয় নিয়ে ভোটার তালিকায় ঢুকে যাচ্ছেন'
এদিকে মাঠপর্যায় থেকে তথ্য পাওয়ার পর ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেন, বিদেশি নাগরিকরাও প্রতারণার আশ্রয় নিয়ে ভোটার তালিকায় ঢুকে যাচ্ছেন।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। যে কারণে অনেকেই ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। এছাড়াও বিদেশের নাগরিকেরা অসততার আশ্রয় নিচ্ছে। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, কিন্তু আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকেরা প্রতারণার আশ্রয় নিয়ে ভোটার তালিকায় ঢুকে যাচ্ছেন। পাশাপাশি আমাদের নাগরিকেরাও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিচ্ছেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিদের একটি সংখ্যা ভোটার তালিকায় এসেছে। যারা এখান থেকে ভোটার হয়ে গেছেন, তাদের নতুন করে ভোটার হতে হচ্ছে না। কিন্তু যারা ভোটার হয়ে যেতে পারেননি, তাদের ক্ষেত্রে সাতটি দেশে ১১টি মিশনে ভোটার নিবন্ধনের জন্য সেবা চালু করা হয়েছে। শীঘ্রই আরো দুটি দেশে এবং একটি মিশন অফিসে এ সেবা চালু করব। ধীরে ধীরে ৪০টি দেশে এ সেবা সম্প্রসারিত করা হবে।