দায় ও ঋণ থাকা প্রার্থীদের তালিকায় শীর্ষে খালেদার সাবেক উপদেষ্টা একরামুজ্জামান
আসন্ন জাতীয় নির্বাচনে মোট ঋণ ও দায় থাকা প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান। তাঁর মোট ঋণ বা দায়ের পরিমাণ ২ হাজার ৫৩৭ কোটি টাকা।
নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। প্রতিবেদনের উপস্থাপনায় একরামুজ্জামানের মোট ঋণ বা দায়ের এ তথ্য তুলে ধরা হয়।
তবে মোট সম্পদমূল্যের হিসাবে দ্বিতীয় অবস্থানেও রয়েছেন একরামুজ্জামান। হলফনামা অনুযায়ী, তাঁর সম্পদমূল্য ৪২১ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ, তাঁর সম্পদমূল্য মোট ঋণ ও দায়ের এক-তৃতীয়াংশ।
একরামুজ্জামান ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাঁকে বহিষ্কার করে বিএনপি।
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী, এবং বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঋণ ও দায়ের পরিমাণ ১ হাজার ৯৫৮ কোটি টাকা।