ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটন জাহাজ চলাচল শুরু
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যে পর্যটন জাহাজ চলাচলের জন্য সমুদ্রপথের উদ্বোধনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে পর্যটনের নতুন এক দ্বার উন্মোচিত হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) 'এমভি কর্ণফুলি এক্সপ্রেস' এর উদ্বোধনী যাত্রায় সকাল সাড়ে ৯টায় ইনানী সমুদ্র সৈকতে নৌবাহিনীর জেটি থেকে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছায় বলে জানান জাহাজটির কক্সবাজার কার্যালয়ের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর।
৭৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন জাহাজটি বিকেল ৩টায় দ্বীপ থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ইনানী জেটিতে পৌঁছায়।
"প্রতি বছরই টেকনাফ–সেন্টমার্টিন, চট্টগ্রাম–সেন্টমার্টিন, ও কক্সবাজার শহর–সেন্টমার্টিনে জাহাজ চলাচল করে আসছে। এর মধ্যে 'এমভি কর্ণফুলি এক্সপ্রেস' শহরের বাঁকখালী নদীর ঘাট থেকে চলাচল করলেও এ বছর তা শুরু করা যায়নি," হোসাইন ইসলাম জানান।
জাহাজের টিকিটের মূল্য এক হাজার ৮০০ টাকা থেকে তিন হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।