টেকনাফ উপকূলে পর্যটকবাহী জাহাজের ইঞ্জিন বিকল: প্রায় ১০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার
টেকনাফের বাহারছড়া উপকূলবর্তী সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রীন লাইন। তবে এটির সকল যাত্রী নিরাপদে উপকূলে এসেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় যাত্রীদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। জাহাজটি এখনো আটকা পড়ে আছে।
টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী জানান, বিকেল ৪টায় সেন্টমার্টিন থেকে প্রায় ১০০ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এমভি গ্রীন লাইন।
'কিন্তু সন্ধ্যা সোয়া ৭টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলের কাছে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়,' বলেন তিনি।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী এবং স্থানীয় জেলেদের সহায়তায় পর্যটকদের উদ্ধার অভিযান শুরু হয়।
সহকারী কমিশনার জানান, 'জাহাজটি উপকূলের কাছে থাকায় যাত্রীরা নিরাপদ ছিলেন। দ্রুত সময়ের মধ্যে সবাইকে নিরাপদে উপকূলে আনা সম্ভব হয়েছে।'
পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, 'জাহাজটি উপকূলের খুব কাছাকাছি ছিল। ফলে আতঙ্কের কোনো কারণ ছিল না।'