৪র্থ বারের মতো কারণ দর্শানোর নোটিশ পেলেন বরগুনা ১-এর আওয়ামী লীগ প্রার্থী শম্ভু
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রোববার (৩১ ডিসেম্বর) চতুর্থবারের মতো বরগুনা-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি তদন্ত কমিটি।
তাকে ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে এক জনসভায় বক্তৃতাকালে এ আসনের স্বতন্ত্র প্রার্থীদের 'ইবলিশ, ইডিয়ট (মূর্খ) ও মুনাফিক' আখ্যা দিয়ে তাদের সমালোচনা করেন।
এর আগে নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরুর আগে প্রচারণা শুরু করার অভিযোগে শম্ভুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
তিনি ২৮ নভেম্বর, ৭ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর হাজার হাজার সমর্থকের সঙ্গে মোটর শোভাযাত্রা, মিছিল এবং সভা করেন। নির্বাচন কমিশন এসব আচরণবিধি লঙ্ঘনের জন্য তিনবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
পরে ২৭ ডিসেম্বর অভিযোগের শুনানি শেষে নির্বাচন কমিশন তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।