বিকাল ৩টা পর্যন্ত সারা দেশে ২৭ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
বিকাল ৩টা পর্যন্ত সারা দেশে অন্তত ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
রোববার (৭ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (৭ জানুয়ারি) সকাল ৮টায়। বিএনপি-জামায়াতসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের ডাকা চলমান হরতাল সত্ত্বেও ভোট দিতে ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়াচ্ছেন ভোটাররা।
সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে আজ বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর, সকাল ৮টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা) ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
সন্ধ্যা ৬টা ২০ মিনিট
খুলনায় দুই প্রার্থীর ভোট বর্জন
এজেন্ট ও ভোটারদের প্রদর্শন এবং ভোট জালিয়াতির অভিযোগ এনে খুলনা-১ ও ৩ আসনের দুই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের শেষ দিকে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট বর্জনের কথা জানান। যদি এই দুটি আসনে আওয়ামী লীগের কোন শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না।
খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) তৃণমূল বিএনপির প্রার্থী ও হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক সাড়ে ৩টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। নির্বাচনকে প্রহসনের ভোট উল্লেখ করে তিনি বলেন, 'খুলনা-১ আসনের দাকোপ উপজেলার বেশিরভাগ ভোটকেন্দ্রে আমাদের এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায়- তাঁরা ভোটকেন্দ্রে উপস্থিত হয় নাই। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে গিয়ে খুব কম সংখ্যক ভোটার পেয়েছি। তাতে সর্বোচ্চ ১০% ভোট পড়েছে বলে ধারনা করছি। কিন্তু ১২টার দিকে একটি ভোটকেন্দ্রে গিয়ে জানতে পারি ৬০ শতাংশ ভোট গণনা হয়েছে। এই প্রহসনের ভোট আমরা প্রত্যাখ্যান করছি।'
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এবার আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল। ননী গোপাল মন্ডল ছাড়াও খুলনা-১ আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করেছেন ঈগল প্রতীক নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়, তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীক নিয়ে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কাজী হাসানুর রশীদ।
অন্যদিকে খুলনা-৩ আসনের (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী বেলা ৩ টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, 'সব সেন্টারে জালিয়াতি হচ্ছে। আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, আটকে রাখা হয়েছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ভোট চুরির সময় আমি নিজে গিয়ে ধরেছি…। এ কারণে আমি নির্বাচন বর্জন করলাম।'
খুলনা-৩ আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জাকের পার্টির গোলাপফুল প্রতীক নিয়ে এস এম সাব্বির হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. আব্দুল্লাহ আল মামুন ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ফাতেমা জামান সাথী।
সন্ধ্যা ৫টা ২০ মিনিট
সারা দেশে ১৬ প্রার্থীর ভোটের দিনে নির্বাচন বর্জন
নির্বাচনের অনিয়মের অভিযোগে সারা দেশে ভোটের দিনে নির্বাচন বর্জন করেছেন ১৬ প্রার্থী। এদের মধ্য স্বতন্ত্রসহ অন্য দলের প্রার্থীরাও আছেন।
বিকাল ৪টা ১০ মিনিট
কুমিল্লায় তিন প্রার্থীর ভোট বর্জন, একজনের পুনর্ভোটের আহ্বান
নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হচ্ছে অভিযোগ তুলে কুমিল্লায় তিন প্রার্থী ভোট বর্জন করেছেন। সবকেন্দ্রেই জালভোট হচ্ছে দাবি করে, আরেক প্রার্থী পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার নাঈম হাসান ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের আমির হোসেন সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। নির্বাচনে তারা ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেন।
কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানও ভোট বর্জন করেছেন। তিনিও সংবাদ সম্মেলনে ভোটের পরিবেশ নেই বলে উল্লেখ করেন। মিজানুর রহমানের ভোট বর্জনের ঘটনার পর চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সংবাদ সম্মেলন করে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ইকবাল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু। তিনি চান্দিনার ৮৯টি কেন্দ্রেই জালভোটের অভিযোগ তুলেছেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, প্রার্থীদের কেউ আমাদের লিখিতভাবে ভোট বর্জনের কথা জানায়নি। তবে একজনকে ভোট বর্জন করতে ভার্চ্যুয়ালি দেখেছি।
বিকাল ২টা ৪৫ মিনিট
ভোটার উপস্থিতি সন্তোষজনক, কোথাও কারচুপি হয়নি: আওয়ামী লীগ
বিএনপি-জামায়াতের হরতাল, নির্বাচন প্রতিহতের কর্মসূচি ও নির্বাচনবিরোধী প্রচারণায় আতঙ্ক তৈরির পরও সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেছেন, 'কোথাও কোনো কারচুপি নেই। নির্বাচনবিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে।'
আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের পক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপির নির্বাচনবিরোধী অপপ্রচার ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারাদেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন দিয়েছিল, সেটা বাস্তবায়ন হয়েছে।
নির্বাচনের বিরুদ্ধে একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা ছুটি পেয়ে অনেকেই গ্রামে গেছে, অনেকেই ঘুরতে গেছেন, তাই ঢাকার ভোটার উপস্থিতি কম।
দুপুর ২টা
প্রথম চার ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভোটের প্রথম চার ঘণ্টায় অন্তত ১৮.৫ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ১টা ১০ মিনিট
সারা দেশে ভোটে ৩৭ স্থানে অনিয়ম: ইসি
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে সারা দেশে ৩৭ স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ছাড়া জাল ভোটের অভিযোগে এখন পর্যন্ত ৬ জনকে আটকের কথা জানিয়েছে ইসি।
এছাড়া বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে আজ চট্টগ্রামের এক নারী চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসি কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বেলা ১২টা ৩৫ মিনিট
নরসিংদীতে ভোটের আগেই ব্যালটে নৌকার সিল, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই প্রিজাইডিং অফিসারকে
নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসনে অনিয়মের অভিযোগে বাতিল করা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। তবে আজ (৭ জানুয়ারি) দুপুরে প্রিজাইডিং অফিসারকে পুলিশ আটক করে বলে খবর ছড়িয়ে পড়ে।
এর আগে ভোট শুরুর আগেই অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার ছল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান টিবিএসকে বলেন, 'তাকে (হারুনুর রশীদ) আটক করা হয়নি। ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও অফিসে আনা হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছেন, সেটি চিহ্নিত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদ টিবিএসকে জানান, সকালে আওয়ামী লীগের প্রার্থী ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কয়েকজন সমর্থক ভোটকেন্দ্রে তার কক্ষে এসে দরজা বন্ধ করে দিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা ১২টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারেন। পরে খবর পেয়ে প্রশাসনের লোকজন কেন্দ্রে এসে তাকে উদ্ধার করেন বলে জানান তিনি।
বেলা ১২টা
ভোট পড়ছে অল্প অল্প, পোলিং এজেন্ট পেয়েছি সব একই দলের: সিইসি
নির্বাচনে দেশের প্রত্যেকটা ভোটকেন্দ্রে অল্প অল্প ভোট পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি বলেও মন্তব্য করেন তিনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন সিইসি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনিটরিং সেল পরিদর্শ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, অল্প অল্প ভোট পড়ছে। এছাড়া ভোটকেন্দ্রে তিনি নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি।
কেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট না দেখা প্রসঙ্গে সিইসি বলেন, 'আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে…পোলিং এজেন্ট। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।'
তবে বেলা গড়ালে ভোটার উপস্থিতি আরও বাড়বে আশা প্রকাশ করে তিনি বলেন, 'মাত্র শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি, কোথাও ৪০টি।'
সিইসি নিজে যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই কেন্দ্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা, তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।'
পোলিং এজেন্টের ওপর গুরুত্ব আরোপ করে সিইসি বলেন, 'আমরা খুব জোর দিয়ে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।'
সকাল ১১টা ৪৫ মিনিট
মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ-৩ আসনের জিল্লুর রহমান (৪০) নামের এক নৌকা সর্মথককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র কাঁচি প্রতীকে হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকদের বিরুদ্ধে। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নিহত জিল্লুর রহমান কোন দলের সমর্থক কি না, সেটি তারা নিশ্চিত হতে পারেননি। তবে জিল্লুরের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন।
নিহাতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সর্মথক সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকা সর্মথক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
সকাল ১১টা
ভোট দিলেন নানক
ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক আজ সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাদশাহ্ ফয়সল ইনস্টিটিউট ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর নানক জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি তার নির্বাচনী এলাকায় ৫০ শতাংশেরও বেশি ভোটার উপস্থিতি হবে বলেও আশা প্রকাশ করেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে নানক বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
নানক ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, আপনার ভোটকেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ করুন এবং দেশপ্রেমের দায়িত্ব পালন করুন।
সকাল ৯টা ৩০ মিনিট
নির্বাচন পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ টিম
নির্বাচন পর্যবেক্ষণের জন্য রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ভোটকেন্দ্রে রয়েছে কমনওয়েলথ টিম।
নির্বাচনের সাার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে দলটির এক পর্যবেক্ষক বলেন, 'এ বিষয়ে আপাতত আমরা কিছু বলতে চাচ্ছি না।'
সকাল ৯টা ৩০ মিনিট
অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল
অনিয়মের অভিযোগে বেলাব ও মনোহরদী উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-৪ আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান জানান, ভোট শুরু হওয়ার পরপরই ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ৮-১০ জন ব্যক্তি ব্যালট পেপার কেড়ে নেওয়ার চেষ্টা করে।
তারা ব্যালট বাক্সে ভরার জন্য কয়েকটি ব্যালটে স্ট্যাম্পও মারে।
মতিউর রহমান বলেন, প্রিজাইডিং অফিসার এ ঘটনা রিটার্নিং অফিসারকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, 'পরবর্তী করণীয়ের জন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশের অপেক্ষায় আছি।'
উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।
সকাল ৯টা ৩০ মিনিট
ঢাকা-১১ আসন: ভোটারদের আনা-নেওয়া করতে রিক্সা ভাড়া করেছেন আ.লীগের প্রার্থী
ঢাকা ১১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াকিল উদ্দিনকে নৌকা মার্কায় ভোট দিতে ভোটকেন্দ্রে ভোটার আনা-নেওয়া করার জন্য রিক্সা ভাড়া করা হয়েছে।
এই আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র দক্ষিণ বারিধারার সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল কেন্দ্রে প্রায় ২০০ রিক্সা ভাড়া করা হয়েছে।
প্রতিটি রিক্সার সামনে বড় স্টিকার লাগানো হয়েছে ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য। ভোটারদের বিনা ভাড়ায় ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
রিক্সাচালক মাহবুব বলেন, সারাদিন ভোটকেন্দ্রে ভোটার পৌঁছে দেয়ার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছে। 'দিনশেষে আমাদের প্রাপ্য পাওনা আমাদের মহাজন মিটিয়ে দেবেন। সারা দিনের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে,' বলেন তিনি।
মাহবুব জানান, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম প্রার্থীর পক্ষে রিক্সাগুলো ভাড়া করেছেন।
রিক্সাচালকেরা জাহাঙ্গীর আলমের ছবি সংবলিত টি-শার্ট পরে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার সেবা দিচ্ছেন।
সকাল ৯টা
চট্টগ্রামে সকালে ভোটার উপস্থিতি কম
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও চট্টগ্রাম নগরীর ভোটকেন্দ্রলোতে ভোটার উপস্থিতি তুলনামুলক কম। সকাল ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।
সকাল ৯টায় চট্টগ্রাম-৮ (আংশিক বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম নগর আংশিক) আসনের চান্দগাও মোহরা সায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা যায় ভোটকেন্দ্র প্রায় ফাঁকা। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও বাহিনীর সদস্যরা নিজেদের মধ্যে খোশগল্প করছেন। কিছুক্ষণ পরপর ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
প্রিজাইডিং অফিসার মো. আজিম বেপারি টিবিএসকে বলেন, 'চান্দগাও মোহরা সায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬০৭ জন। বুথ রয়েছে ৬টি। সকাল ৯টা পর্যন্ত ভোট প্রয়োগ করেছেন ৮০ জন।
এছাড়াও আবেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকালিয়া শহীদ এনএমজে ডিগ্রি কলেজসহ অন্যান্য কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল।
চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন, নারী ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন। চট্টগ্রামে মোট প্রার্থীর সংখ্যা ১২৫ জন।
সকাল ৯টা
ঢাকা-১৬ আসনে ভোটার উপস্থিতি কম
ঢাকা-১৬ আসনের ১০টি কেন্দ্র ঘুরে করে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম।
এ আসনের বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল-১ পুরুষ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অধিকাংশ প্রার্থীর কোনো এজেন্ট নেই। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভোটকেন্দ্রে 'একতারা' প্রতীকের মাত্র একজন প্রার্থী পাওয়া গেছে।
কোনো সমস্যা ছাড়াই ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ইসমাইল হোসেন নামের একজন ভোটার।
সকাল ৮টা ৩০ মিনিট
প্রথমদিকে ঢাকা-৮ আসনে ভোটার উপস্থিতি কম
ঢাকা-৮ আসনের শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
প্রথম ৩০ মিনিটে মাত্র ১৫ জন ভোটার ভোট দিয়েছেন।
এই কেন্দ্রের অধীনে মোট ৫ হাজার ৮১১ জন ভোটার আছেন।
বাইরে ভোটার না থাকলেও ১৫-২০ যুবককে উপস্থিত থাকতে দেখা গেছে। তাদের বেশিরভাগের গলায় নৌকার প্রতীকের ব্যাজ দেখা গেছে।
মিনু আক্তার নামে এক ভোটার বলেন, 'খুব সকালে এসেছি ভোট দিতে। আগে ভোট দেওয়ার সময় অনেক উপস্থিতি দেখতাম; এখন একাই গিয়ে ভোট দিয়ে এসেছি। কোনো ভিড় ছিল না। তবে এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু রয়েছে।'
আরেক নারী ভোটার জায়মা বিনতে জাহাঙ্গীর বলেন, 'অনলাইনে আমার কেন্দ্র লেখা ছিল শান্তিবাগ উচ্চ বিদ্যালয়। যদিও ভেতরে যাওয়ার ২০ মিনিট পরও ভোট দিতে পারিনি। কেন্দ্রের ভেতরে থাকা কর্মকর্তারা বলেন পাশে আরেকটি কেন্দ্রে যোগাযোগ করতে।'
এ আসনে আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাছিম নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের অন্য প্রার্থীরা হলেন পাট প্রতীক নিয়ে এম এ ইউসুফ ও লাঙ্গল প্রতীক নিয়ে মো. জুবের আলম খান রবিন।
সকাল ৮টা ৬ মিনিট
চট্টগ্রামের ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে
আজ (৭ জানুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, চট্টগ্রামের ষোলোটি আসনে মোট ২ হাজার ২৩টি পোলিং স্টেশন এবং ১৩ হাজার ৭৩২টি ভোটিং বুথ রয়েছে।
সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রামের আবেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা গেছে।
তবে কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকালিয়া শহীদ এনএমজে ডিগ্রি কলেজ এবং ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল।
সকাল ৮টা ৩ মিনিট
ঘন কুয়াশার মধ্যে রাজশাহীতে ভোটগ্রহণ চলছে
রাজশাহীতে তীব্র শীত পড়েছে। সকাল ৮টা বাজলেও কুয়াশা কাটেনি। ৮টার পর রাজশাহীর তাহেরপুর জাম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন ভোটাররা।
এই কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ।
এরপর একে একে ভোটাররা সারিবদ্ধভাবে ভোটকক্ষে প্রবেশ করে ভোট দেন। তবে পুরুষ ভোটার বেশি এলেও নারী ভোটারের উপস্থিতির হার খুব কম দেখা গেছে।
সকাল ৮টা
মুন্সীগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসনে আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে প্রচণ্ড ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে ভোটকেন্দ্রে এখনও সেভাবে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
মুন্সীগঞ্জের তিনটি নির্বাচনী আসনে ৪৬৯টি ভোট কেন্দ্র রয়েছে। এগুলোর মধ্যে ৩৩৯টি উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ-১ আসনে ৫ লাখ ৮ হাজার ৯৮৬ জন, মুন্সীগঞ্জ-২ আসনে ৩ লাখ ৫২ হাজার ৪৩৩ জন এবং মুন্সীগঞ্জ-৩ আসনে ৪ লাখ ৮২ হাজার ২৯৪ জন ভোটার রয়েছে।
বর্তমান পরিস্থিতি
নির্বাচন বর্জন করা দলগুলো জনগণকে ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হরতাল ও ধর্মঘটের মতো কর্মসূচির ডাক দিয়েছে। এ অবস্থায় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর অনেক প্রতিরোধ সত্ত্বেও সরকার তার অবস্থান থেকে সরে আসেনি; নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করছে।
ভোটের দিন পর্যন্ত বিএনপি-জামায়াতসহ আরও কয়েকটি রাজনৈতিক দল ধারাবাহিক অবরোধ ও হরতালের মতো কর্মসূচির ডাক দেয়। এসব রাজনৈতিক কর্মসূচি চলাকালে দেশজুড়ে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মতো বহু ঘটনা ঘটেছে।