নতুন মন্ত্রিসভায় ১৯ নতুন মুখ বেছে নিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নেবেন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি গত পাঁচ বছর ধরে বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষি মন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের। তাদের জায়গায় নতুন মুখ বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।
নতুন সরকারের ২৫ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে বর্তমান সরকারের মন্ত্রী ছিলেন ১০ জন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পদোন্নতি পেয়ে মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান পূর্ণমন্ত্রী হচ্ছেন। তবে মন্ত্রিসভায় জায়গা পাননি জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের অন্য কোনো শরিক দলের কোনো নেতা।
নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ, ক, ম, মোজাম্মেল হক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ। বর্তমান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নতুন সরকারে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে তাদের মন্ত্রণালয় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হবে। তখন থেকেই নতুন মন্ত্রিসভার যাত্রা শুরু হবে এবং আগের মন্ত্রিসভা বিলুপ্ত হবে। বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী ছিলেন ২৫ জন।
মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, সাবেক চিফ হুইপ মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)।
এছাড়া, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত মোঃ আব্দুর রহমান (ফরিদপুর-১), সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫), সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
এছাড়া, টেকনোক্র্যাট হিসেবে দুজন থাকছেন মন্ত্রিসভায়। তারা হলেন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং চিকিৎসক সামন্ত লাল সেন।
বর্তমান সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মুস্তফা জব্বার এবার বাদ পড়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে ৭ নতুন মুখ
মন্ত্রিপরিষদ সচিব নতুন সরকারের ১১ জন প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেছেন, যেখানে ৭ জনই নতুন মুখ। বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন ১৯ জন, তাদের দু'জন এবার পূর্ণমন্ত্রী হলেও বর্তমান সরকারের ১৪ প্রতিমন্ত্রীর এবার কেবিনেটে জায়গা হয়নি।
বর্তমান সরকারের যেসব প্রতিমন্ত্রী নতুন সরকারেও প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন, তারা হলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
নতুন সরকারে প্রতিমন্ত্রী হিসেবে এবার জায়গা করে নিচ্ছেন স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন (রিমি), ঢাকা-১৭ এর এমপি মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম (টিটু)।