সহকর্মীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগ তুলে সাভারে শ্রমিক বিক্ষোভ
ঢাকার সাভারে অন্যায়ভাবে সহকর্মীদের চাকুরিচ্যুত করার অভিযোগ তুলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার অন্তত ৫ শতাধিক শ্রমিক।
ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের উলাইল এলাকায় অবস্থিত আনলিমা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা আজ সকাল ৯টা থেকে কারখানা প্রাঙ্গনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত কিছুদিন যাবত অন্যায়ভাবে কোনো আইন বা শ্রমিকদের চাকুরিচ্যুত করার বিধি অনুসরণ না করেই– শ্রমিকদের চাকুরিচ্যুত করে আসছে। পাশাপাশি চাকুরিচ্যুত করা শ্রমিকদের ন্যায্য পাওনা যেমন সার্ভিস বেনিফিট, ছুটির টাকা ইত্যাদি পরিশোধ করা হচ্ছে না। এছাড়া কারখানাটির মহাব্যবস্থাপক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে শ্রমিকদের সাথে বাজে আচরণের অভিযোগ তুলেছেন শ্রমিকরা।
যদিও শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন কারখানাটির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এইচআর অ্যাডমিন) মো. কাইয়ুম।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "অন্যায়ভাবে শ্রমিকদের চাকুরিচ্যুত করার অভিযোগটি সঠিক নয়, কারখানায় কাজ কম থাকায় অনেক শ্রমিক রিজাইন দিয়ে চলে গেছেন। আমি নিশ্চয়তা দিতে পারি যারাই কাজ ছেড়ে দিয়েছেন, প্রত্যেককে সার্ভিস বেনিফিটসহ সকল ন্যায্য পাওনাদি পরিশোধ করা হয়েছে — যার পক্ষে ব্যাংক স্টেটমেন্টসহ পেমেন্ট সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস আমাদের কাছে সংরক্ষিত আছে।"
ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মহাব্যবস্থাপক গোলাম কিবরিয়াকে মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।
কারখানাটির নিট সেকশন গত নভেম্বর থেকে অর্ডার সংকটে ভুগছে জানিয়ে কারখানাটির মো. কাইয়ুম টিবিএস'কে বলেন, "অন্যান্য অনেক কারখানার মত আমাদের এখানেও অর্ডার ক্রাইসিস চলছে। যার কারণে ওভার টাইম না থাকায়, অনেক শ্রমিক রিজাইন দিয়ে চলে গেছে। কারণ মূল বেতনে তাদের পক্ষে চলা কষ্টকর। কিন্তু, আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কোন ঘাটতি নেই, এমনকি ইলেকশনের কারণে ৭ তারিখের পরিবর্তে শ্রমিকদের বেতন আমরা ৪ তারিখে পরিশোধ করেছি– নতুন বেতন কাঠামোতে।"
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর ২টা নাগাদ শ্রমিকরা কারখানা প্রাঙ্গনের মধ্যে অবস্থান করছিলেন। স্থানীয় থানা ও শিল্প পুলিশ-১ এর কর্মকর্তারাও সেখানে উপস্থিত রয়েছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএস'কে, "সমস্যা সমাধানে আমরা ঘটনাস্থলে রয়েছি, কিছুক্ষণের মধ্যে সমাধান হবে বলে আশা করছি।"
নাম না প্রকাশের শর্তে শিল্প পুলিশের ওই কর্মকর্তা বলেন, "কারখানা কর্তৃপক্ষ দাবি করছে, মহাব্যবস্থাপককে (জিএম) শ্রমিকরা মারধর করেছে, অন্যদিকে শ্রমিকদের দাবি জিএম শ্রমিকদের মারধর করছিল, তখন শ্রমিকরা বাধা দিতে গেলে তিনি পড়ে যান। আহত জিএম কিবরিয়ায় শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।"
আনলিমা টেক্সটাইল কারখানার সুইং অপারেটর নাসরীন আক্তার টিবিএস'কে বলেন, "গত কয়েকমাস যাবত কথায় কথায় অন্যায়ভাবে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হচ্ছে। যাদের চাকুরিচ্যুত করা হচ্ছে তাদের কোন সার্ভিস বেনিফিট দেওয়া হচ্ছে না।"
"আজ সকালেও সুইং শাখার দুই শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছে," তিনি যোগ করেন।
কারখানাটির ফিনিশিং সেকশনের কোয়ালিটি ইন্সপেক্টর রহমান টিবিএস'কে বলেন, "১৫/২০ দিন আগে একই ইস্যুতে কারখানায় শ্রমিকরা আন্দোলন করে। তখন মালিকপক্ষ মৌখিকভাবে শ্রমিকদের আশ্বাস দেয় আর কোন শ্রমিককে চাকুরিচ্যুত করা হবে না। কিন্তু, আজ সকালেও কারখানার গেইট থেকে একজন শ্রমিককে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে শ্রমিকরা জিএম এর সাথে কথা বলতে গেলে তিনি শ্রমিকদের সাথে খারাপ আচরণ করেন, শ্রমিকদের গায়ে হাত তোলেন। পরে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৯টার দিকে কাজ বন্ধ করে নিচে নেমে এসে আন্দোলন করতে থাকে।"
তিনি জানান, মাস তিনেক আগেও কারখানাটিতে ১২ থেকে ১৩শ' শ্রমিক ছিল, চাকুরিচ্যুত করতে করতে এখন সেই সংখ্যা ৪০০ থেকে ৫০০ এর আশেপাশে নেমে এসেছে।
এছাড়াও খুব শীঘ্রই কারখানার ৪টির মধ্যে ২টি সুইং ফ্লোর বন্ধ করা হবে এমন গুঞ্জন রয়েছে বলে জানান এই শ্রমিক, যাতে আরও শ্রমিক চাকুরিচ্যুত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।