বকেয়া পরিশোধের দাবিতে গাজীপুরে টেক্সটাইল শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ
গাজীপুরের রাজাবাড়ী এলাকায় বন্ধ থাকা ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সাত মাসের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট এবং নারী শ্রমিকদের প্রসূতিকালীন পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিক শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটি বন্ধ থাকলেও গত সাত মাস ধরে তাদের বেতনসহ প্রভিডেন্ট ফান্ড এবং সার্ভিস বেনিফিটের টাকা আটকে রাখা হয়েছে। কোনো কোনো শ্রমিকের ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় তারা চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম জানান, এক বছর আগে কারখানাটি বন্ধ হলেও শ্রমিকদের বকেয়া পরিশোধ হয়নি। গত বছরের ২২ নভেম্বর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ নভেম্বর একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে সরকার ডার্ড গ্রুপকে সুদমুক্ত ১৩ কোটি টাকা ঋণ দেয়। তবে এক মাস পেরিয়ে গেলেও শ্রমিকদের পুরো বকেয়া পরিশোধ করা হয়নি।
ডার্ড কম্পোজিটের মেকানিক্যাল সেকশনের উপ-ব্যবস্থাপক সবিমল ঘোষ জানান, বকেয়া বেতন না পাওয়ায় তার পরিবার চরম দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ডার্ড গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার ফয়েজ আহমেদ জানান, এখন পর্যন্ত ৮ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না হলে শ্রমিকদের এ আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে।