সিলেটে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নিন্দা
সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মীর মৃত্যুর পর সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শনিবার (২০ জানুয়ারি) ভোররাতে স্থানীয় আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে সরকারি সফরে জেনেভায় রয়েছেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে।
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে তৎক্ষনাৎ টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে কথা বলেন।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, দুটি অ্যাম্বুলেন্স, হাসপাতালের আসবাবপত্র, জরুরি বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা কর্তব্যরত চিকিৎসককেও মারধর করে এবং হাসপাতালের গ্যারেজে রাখা একটি গাড়িতে আগুন দেয়।
১৯ জানুয়ারি সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলায় একটি মাইক্রোবাস সড়কের পাশে খাদে পড়ে ছাত্রলীগের চার নেতাকর্মীর মৃত্যু হয়।