ঢাকা বিমানবন্দরে ১ লাখ ডলারসহ মার্কিন পাসপোর্টধারী দুই যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলার অবৈধ মুদ্রাসহ শুক্রবার (২৬ জানুয়ারি) দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে কাস্টমস বিভাগ। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
আটক দুই যাত্রী মো. রেজাউল করিম খান ও মো. জসিম উদ্দিন খান মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বলে জানিয়েছে কাস্টমস সূত্র।
বিমানবন্দরে অবস্থিত ঢাকা কাস্টম হাউসের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শুক্রবার ১২টায় ওই দুই যাত্রীর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল। তাদেরকে সন্দেহ হলে তল্লাশি করে দুইজনের কাছে ১ লাখ মার্কিন ডলার পাওয়া যায়।'
ওই কর্মকর্তা বলেন, 'তাদের বিরুদ্ধে গতরাতে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট ছাড়াও আরও দুটি অভিযোগে মামলা করা হয়েছে। বর্তমানে তারা বিমানবন্দর থানা হেফাজতে আছেন।'