ব্যয় সমন্বয় করতে জানুয়ারি থেকে মাসিক মিটার ভাড়া ২০০ টাকা করল তিতাস
মিটার চালানো ও রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয় করতে জানুয়ারি থেকে গ্রাহকদের কাছ থেকে মাসিক ভাড়া বাড়িয়ে ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এত দিন এই ভাড়া ছিল ১০০ টাকা।
সোমবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, 'সম্প্রতি তিতাস গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ২০০ টাকা নির্ধারিত করার সম্মানিত গ্রাহকদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
'প্রতিটি প্রিপেইড মিটারের লাইফ (জীবনকাল) ১০ বছর বিবেচনা করে এর মূল্য, ইনস্টলেশন (স্থাপন), ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) চার্জ ইত্যাদি যাবতীয় ব্যয় বাবদ প্রতিটি মিটারের মূল্য দাঁড়ায় কমবেশি ২৫,০০০ টাকা।'
বিবৃতিতে বলা হয়, তিতাস গ্যাস কোম্পানি ঋণ নিয়ে এসব মিটারের ব্যবস্থা করেছে।
মিটারের পুরো দাম একসঙ্গে না নিয়ে গ্রাহকদের সুবিধার্থে মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে এ খাত সমন্বয় করা হচ্ছে বলে জানায় তিতাস।
সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোবাংলার আওতাধীন সব গ্যাস বিতরণ কোম্পানির আবাসিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
তিতাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৮ টাকা আগেই নির্ধারণ করেছে। কিন্তু ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানি করা এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি।
আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে এবং গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি অবান্তর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে তিতাস।
সে কারণে আবাসিক খাতে গ্যাসের মূল্যবৃদ্ধি অনিবার্য বলে উল্লেখ করেছে সংস্থাটি।