ফ্ল্যাট ও বাড়ির মালিকদের তালিকা হয়েছে, অচিরেই বিশেষ অভিযান শুরু: এনবিআর চেয়ারম্যান
রাজধানীর ফ্ল্যাট মালিক ও বাড়ির মালিকদের আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করতে শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল বোর্ড অব রেভিনিউয়ের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো.রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক বাজেট সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'দুই বছর (বাড়ির মালিকদের রিটার্ন জমা বাধ্যতামূলক করার বিধান) হয়ে গেছে। তাদের তালিকা জোগাড় করা হয়েছে। আমরা খুব শিগগিরই বিশেষ অভিযান শুরু করব।'
তিনি আরও বলেন, 'আমরা কর দেওয়ার প্রক্রিয়া সহজ করেছি এবং রিটার্ন দিলেই যে কর দিতে হবে এমনও নয়।'
এর আগে সভায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা জানান, বেশিরভাগ বাড়ির মালিকদের কাছ থেকে রিটার্ন পাওয়া যাচ্ছে না।
সভায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনসহ কয়েকটি অ্যাসোসিয়েশন আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরে।
এতে বাজুসের পক্ষ থেকে জুয়েলারি সামগ্রী বিক্রিতে ভ্যাট কমানোসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়।