ঢাকা চাকা ও গুলশান চাকা’র ভাড়া ৫ টাকা কমানোর নির্দেশ মেয়র আতিকের
গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী 'ঢাকা চাকা' ও 'গুলশান চাকা'র ভাড়া প্রতিটি স্টপেজে পাঁচ টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
এই নির্দেশনা আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মেয়র আতিক।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসি মেয়রের সম্মেলন কক্ষে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাস সেবা নাগরিকবান্ধব করা বিষয়ক এক সভায় এই নির্দেশ দিয়েছেন মেয়র আতিক।
সভায় ঢাকা চাকা ও গুলশান চাকা'র প্রতিনিধিরাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও বারিধারা সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিএনসিসি মেয়র বলেন, 'নিয়ম না মেনে চাইলেই ভাড়া বাড়িয়ে দেওয়া যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ভাড়া সমন্বয় করতে হবে। ভাড়া অনুযায়ী যাত্রীদের সেবার মান নিশ্চিত করেই বাস চালাতে হবে।'
তিনি আরও বলেন, 'যে শর্তে ঢাকা চাকা ও গুলশান চাকা বাসা সার্ভিস চালু করা হয়েছিল, সেই শর্তগুলো মেনে চলতে হবে। প্রতিটি গাড়িতে সিসি ক্যামেরা থাকবে, কার্যকরী ও সচল এসি থাকবে, বাসের পরিবেশ নোংরা থাকা যাবে না, আরামদায়ক সিটিং থাকতে হবে। এসব তদারকি করার জন্য এবং একটি স্মার্ট, আধুনিক, গণবান্ধব ও মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। কমিটিতে সোসাইটির প্রতিনিধি, ট্র্যাফিক বিভাগের প্রতিনিধি, পরিবহন কোম্পানির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি সার্বিক বিষয়ে প্রত্যেক মাসে একবার সভা করবে।'
পরিবহন কোম্পানির প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'বাস চলাচল ও পার্কিং করার বিষয়ে ডিএনসিসি সার্বিক সহযোগিতা করবে। তবে যাত্রীদের সেবার মান নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে৷ টিকিট কাউন্টার থেকে সৃষ্ট বর্জ্য নিয়মিত অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।'
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী প্রমুখ।