অপহরণে অভিযুক্ত বাংলাদেশিকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা এফবিআইয়ের
নিউইয়র্কে অপহরণের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত রুহেল চৌধুরীর বিষয়ে তথ্য দিতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
সংস্থাটির ওয়েবসাইটে ফেরারি আসামি সম্পর্কিত একটি পোস্টে বলা হয়েছে, '২০২৩ সালের ২৭ মার্চ ও ১১ মে নিউইয়র্কের কুইন্সে দুটি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এফবিআই রুহেল চৌধুরীকে খুঁজছে।'
এফবিআই বরাতে জানা গেছে, চৌধুরী এবং অন্যরা ভুক্তভোগীদের রাস্তা থেকে অপহরণ করে তাদের লুটপাট, নির্যাতন এবং নেশাগ্রস্ত করান। এর মধ্যে একজনকে মুক্তিপণের জন্য অপহরণ এবং তাকে যৌন নির্যাতনও করা হয়।
রুহেল ওরফে রুমেল চৌধুরী অপহরণের সময় ভুক্তভোগীদের আটক করে কুইন্সের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য পুরোনো যানবাহন সরবরাহ করতেন এবং তা চালাতেন বলে জানায় এফবিআই।
তিনি নিউইয়র্কের কুইন্সের হলিস, কুইন্স ভিলেজ ও জ্যামাইকা এলাকায় পুরোনো গাড়ির ব্যবসা করতেন বলে পোস্টে জানিয়েছে এফবিআই।
রুহেল চৌধুরীর বিরুদ্ধে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে দুটি অপহরণের এবং দুটি অপহরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
গত ৯ জানুয়ারি আদালত রুহেলের বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এছাড়া রুহেল চৌধুরীকে সশস্ত্র ও বিপজ্জনক এবং পালানোর ঝুঁকি হিসেবে বিবেচনা করা উচিত বলে সতর্ক করেছে এফবিআই।
তিনি ১৯৯০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে জন্মগ্রহণ করেন।