দেশে ১.২ মিলিয়ন সোলার পাম্প স্থাপন করা হয়েছে: তৌফিক-ই-ইলাহী
অর্ধযুগ আগেও বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ধারণা নতুন ছিল—এমনটি জানিয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ''দেশে বর্তমানে সরকারি উদ্যোগে ১.২ মিলিয়ন সোলার পাম্প স্থাপন করা হয়েছে। এর বাইরে সোলারনির্ভর ইলেকট্রনিক চুলার মাধ্যমে রান্নার ব্যবস্থা করার প্রযুক্তি নিয়ে কাজ চলছে। এছাড়াও এলপিজি এবং এলএনজির মাধ্যমেও দেশের জ্বালানি খাতের উন্নয়নের জন্য কাজ চলছে।"
বর্তমানে সরকার নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে কাজ করার পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে কাজ করছে এবং এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিআরইটি- ২০২৪) শুরু হয়েছে। ইউআইইউ'র ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর এনার্জি রিসার্চ এই সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে এ তিন দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, "এবারের সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তা এই খাতে আগামীদিনের চ্যালেঞ্জ উত্তরনে কাজে দেবে।"
সরকার সবুজ জ্বালানি নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, "আমরা ইতোমধ্যে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এটি চলমান রয়েছে।"
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (উইআইইউ) ক্যাম্পাসে ৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি (আইসিডিআরইটি ২০২৪) উন্নয়নের উপর তিন দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সেন্টার ফর এনার্জি রিসার্চ এই সম্মেলনের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কাশেম মিয়া।
উইআইইউ ২০০৯ সাল থেকে ছয়বার আইসিডিআরইটি আয়োজন করছে। নবায়নযোগ্য জ্বালানিতে বিশ্বব্যাপী বিখ্যাত প্রতিষ্ঠানের অংশীদারিত্বের মাধ্যমে সম্মেলনটি আয়োজন করা হয়েছে যার মধ্যে রয়েছে জার্মানির ওল্ডেনবার্গ ইউনিভার্সিটি, নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর এনার্জি অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক সহ অন্যান্য প্রতিষ্ঠান।
সম্মেলনে বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কতটা উপকারী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই বছর আইসিডিআরইটি বাংলাদেশ, কানাডা, তুরস্ক, ফিলিপাইন, নেপাল এবং ভুটান সহ বিভিন্ন দেশ থেকে গবেষণাপত্র পেয়েছে। এবারের সম্মেলনে ৫টি মূল বক্তৃতা এবং ১টি আমন্ত্রিত আলোচনা রাখা হয়েছে। এই তিন দিনে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বৈজ্ঞানিক গবেষণার ওপর বিভিন্ন কারিগরি সেশনের মধ্য দিয়ে সম্মেলন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অনুষদ সদস্য, কর্মকর্তা, শিক্ষাবিদ, জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউআইইউ'র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, "আমাদের নবায়নযোগ্য জ্বালানির নতুন উৎস অনুসন্ধানে কাজ করা উচিত। ইউআইইউ নবায়নযোগ্য জ্বালানিসহ এগিয়ে থাকা প্রযুক্তি নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউআইইউ প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম নবায়নযোগ্য এবং সবুজ জ্বালানি নিয়ে কোর্স চালু করেছে বলেও জানান তিনি।
সম্মেলনের শুরুতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান হবে তা নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়াও সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি, এই খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়।