রমজানে মাংস, ডিমের সঙ্গে স্বল্পমূল্যে মাছও বিক্রি করা হবে
রমজানে ঢাকার ৩০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ও স্থায়ী বাজারের মাধ্যমে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি দুই সিটি করপোরেশনের আওতাধীন কয়েকটি এলাকায় স্বল্পমূল্যে মাছ বিক্রি করবে মৎস অধিদপ্তর।
রবিবার (১০ মার্চ) রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রাজধানীর ২৫টি স্থানে ২৮ রমজান পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ও পাঁচটি স্থায়ী বাজারসহ মোট ৩০টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।
ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রগুলো হলো: নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), খামারবাড়ি (ফার্মগেট), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ষাটফুট রোড (মিরপুর), খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), সেগুন বাগিচা (কাঁচা বাজার), আরামবাগ (মতিঝিল), রামপুরা, কালসী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বসিলা (মোহাম্মদপুর), হাজারীবাগ (শিকশন), লুকাস (নাখালপাড়া), আরামবাগ (মতিঝিল), কামরাঙ্গীর চর, মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়া), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।
স্থায়ী বাজারগুলো হলো- মিরপুর শাহ আলি বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট নতুন বাজার (১০০ ফুট), কমলাপুর ও কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।
পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে পণ্য নিয়ে ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হবে।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ৬০০ টাকা ও পাঁচটি স্থায়ী বাজারে সাড়ে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস, ২৫০ টাকা কেজি দরে চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি, ১১০ টাকা ডজন হিসেবে ডিম ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রয় করা হবে।
এদিকে মাছ বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে। চলবে ১৫ রমজান পর্যন্ত। সেখানে ২৪০ টাকা কেজি দরে এক থেকে দেড় কেজি ওজনের রুই, ১৩০ টাকা কেজি দরে তেলাপিয়া, এক থেকে দেড় কেজির পাঙাস ১৩০ টাকা দরে ও পাবদা মাছ ৩৩০ টাকা কেজি দরে বিক্রয় করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাছ বিক্রি করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন যেসব জায়গায় মাছ বিক্রয় করা হবে: বঙ্গবন্ধু চত্বর (খামারবাড়ি, ফার্মগেট), মিরপুর-১ (ঈদগাহ মাঠ), সেগুন বাগিচা বাজার ও মেরুল বাড্ডা বাজার।
আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকাগুলো হলো- মুগদাপাড়া (মদিনাবাগ বাজার); যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট); মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ-পূর্ব কর্ণার) ও পলাশী মোড়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান বলেন, 'রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাতে সহনীয় থাকে, সেই লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ।'