মিয়ানমারে সংঘাত: আবারও পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির ২৯ সদস্য
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আবারও পালিয়ে এসেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ জন সদস্য।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের জামছড়িস্থ ৪৫-৪৬ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসেন। পরে তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীন জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে বিজিপির অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন এসে বাংলাদেশে আশ্রয় নেন। অস্ত্র জমা নেওয়ার পর তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, সীমান্তের কাছাকাছি এলাকায় গত এক সপ্তাহ ধরে গোলাগুলির শব্দ শোনা যায়নি। সীমান্তের লোকজন বলছেন মিয়ানমারের অভ্যন্তরে দূরের এলাকায় আরাকান আর্মির তাড়া খেয়ে এই ২৯ জন পালিয়ে এসেছেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে বিজিপির সংঘর্ষ শুরু হয়। এরই জেরে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমারের নাগরিক। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত পাঠানো হয়।