ঢাকায় ১০ তলা ভবন মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি!
আপনি কি এমন একটি ঢাকার কথা কল্পনা করতে পারেন, যেখানে আপনি মাত্র ৬০ হাজার টাকায় একটি আস্ত বিল্ডিং কিনতে পারবেন?
রাজধানীতে এবার ঠিক এমনটাই ঘটেছে।
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। কোটি বা লাখ টাকাও নয়, ৬০ হাজার টাকায়ই ভবনটি বিক্রি করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মোহাম্মদপুরের বছিলার রামচন্দ্রপুর খালের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন ১০তলা ভবন ভেঙে সরিয়ে নিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৬০ হাজার টাকায় (ভ্যাট, আইটি ব্যতীত) বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি।
গত বুধবার (১৩ মার্চ) ভবনটি বিক্রির জন্য উন্মুক্ত নিলাম ডেকেছিল ডিএনসিসি।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমের উপস্থিতিতে ঢাকা উত্তরের অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ নিলাম পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, 'ম্যাপ অনুযায়ী নির্মাণাধীন ১০তলা ভবনের প্রায় ৮০ শতাংশ রামচন্দ্রপুর খালের সীমানায় পড়েছে। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে অবৈধভাবে গড়ে তোলা ভবনটি ভাঙা হয়। ভবনের মালিক ম্যাপ ও কাগজপত্র খতিয়ে দেখে খালের সীমানায় ভবনের ৮০ শতাংশ পড়ার বিষয়টি মেনে নিয়েছিলেন এবং মালিক ভবনটি ভেঙে নেওয়ার জন্য সাতদিন সময় চেয়েছিলেন।'
তিনি বলেন, 'কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি ভাঙতে না পারায় পরে মালিকের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।'
নিলামে সর্বোচ্চ দরদাতাকে ১৩ মার্চ থেকে ১০ দিনের মধ্যে নির্মাণাধীন ভবনটি ভাঙার কাজ সমাপ্ত করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়। ভবন ভাঙার কাজ ১৪ মার্চ থেকে শুরু করে ২৩ তারিখের মধ্যে শেষ করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হয়।
সারাদিন পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা উত্তর সিটিকে সহায়তা করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী।
টানা কয়েকদিনের অভিযানে খালের সীমানায় অবৈধভাবে গড়ে তোলা একটি নির্মাণাধীন ১০তলা ভবনসহ ছয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।