৫ টাকার বিনিময়ে মই দিয়ে মহাসড়কের ডিভাইডার পারাপার, যুবক গ্রেপ্তার
পথচারীদের কাছ থেকে টাকা নিয়ে মই দিয়ে মহাসড়কের সড়ক বিভাজক (ডিভাইডার) পারাপার করানোর জন্য অভিনব সেই উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার রবিউল ইসলাম (২৬) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এলাকায় সড়ক বিভাজকের ওপর মই দিয়ে রাস্তা পার হতে সাহায্য করার জন্য এক নারীর কাছ থেকে টাকা নিচ্ছেন।
রোববার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকা থেকে রবিউলকে দুটি মইসহ আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন আহমেদ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনে সড়ক বিভাজকের উপরে মই বসিয়ে পথচারী পারাপার করছেন রবিউল। বিনিময়ে নিচ্ছেন ৫ টাকা।
এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন বলেন, 'রবিউল আমাদের জানিয়েছেন, ১৫ দিন আগে তিনি সিদ্ধিরগঞ্জে তার বোনের বাসায় আসেন। কয়েকদিন ধরে যাত্রীদের কষ্ট করে উঁচু ডিভাইডার পার হওয়ার দৃশ্য দেখে তিনি মই নিয়ে এই ব্যবসা করার বুদ্ধি করেন। আজ (রোববার) সকাল থেকে তিনি ৫ টাকার বিনিময়ে পথচারী পারাপার করা শুরু করেন। এর আগে তিনি চট্টগ্রামে সিএনজি চালাতেন।'
শরফুদ্দিন আরও বলেন, 'আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অবৈধভাবে মই দিয়ে পথচারী পারাপার করে যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলেছেন তিনি।'
শিগগিরই সড়ক বিভাজকের উপর কাঁটাতারের বেড়া বসানোর জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে সুপারিশ করা হবে বলে জানান তিনি।