‘এক মাছলি পানি মে গায়ি, ছাপাক’: গ্রাহকের সাথে জোম্যাটোর মজা!
মাছলি খেলার ট্রেন্ডে গা ভাসাল ফুড ডেলিভারি সার্ভিস জোম্যাটোও। সম্প্রতি ইন্সটাগ্রামে ভাইরাল হয় 'এক মাছলি পানি মে গায়ি; ছাপাক' মিম ভিডিও। আর সেই মিম ভিডিও অনুসরণ করেই এক গ্রাহকের মেসেজের রিপ্লাই দিয়েছে জোম্যাটো।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) জোম্যাটো ওই গ্রাহকের সাথে কথোপকথনের একটি স্ক্রিনশট প্রকাশ করে। এর পর থেকে নেটিজেনদের মধ্যে এ নিয়ে অনেক মজাদার প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়।
এক্সে একজন মজা করে বলেন, 'জোম্যাটো যদি এভাবে আমাকে রিপ্লাই দে, তাহলে আমি এর পর থেকে সুইগি (আরেকটি ফুড ডেলিভারি সার্ভিস) থেকে খাবার অর্ডার দিবো।'
আরেকজন পালটা উত্তরে বলেন, 'এটি একটি প্রিপেইড অর্ডার, এজন্য টাকাটা ছাপাক করে পানিতে পড়ে গেছে।'
দ্যাটকার্লিফুডি ইউজারনেম ব্যবহার করে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'দেখুন, তারা আরও বেশি বিনোদন দিচ্ছে'। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'বাহ জোম্যাটো, বহুত খুব।'
জোম্যাটোর ওই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, 'দুই জন মিম-আসক্ত ব্যক্তির একে ওপরের সাথে দেখা হয়ে গেছে'। আবার আরেকজন মন্তব্য করেছেন, 'কাস্টমার ও কাস্টমার কেয়ারের মধ্যে দারুণ সংলাপ।'
এখন পর্যন্ত পোস্টটিতে ৮.৬ হাজার লাইক, ১৬৯টি মন্তব্য এবং ৪২৮টি রিপোস্ট হয়েছে।
কীভাবে আসলো এই অদ্ভুত খেলা?
ভিডিওটির মূল উৎপত্তি পার্শ্ববর্তী দেশ ভারতে। 'মান তমার' নামের একটি ইন্সটাগ্রাম আইডি থেকে এই খেলার রিল ভিডিও প্রথম প্রকাশিত হয়। মূলত আড্ডায় বন্ধুরা মজার ছলে এই খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন, সেখান থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এটি। ট্রেন্ডে গা ভাসান সবাই। মূল খেলার সাথে বিভিন্ন ঘটনা নিজের মতো করে যোগ করে পোস্ট করতে থাকেন নানান ভিডিও ও মিম।
খেলাটি একাধিক ব্যক্তির মধ্যে খেলা হয়, সবাই গোল হয়ে বসে তিনটি বাক্যাংশ একজন একজন করে বলতে থাকে।
যেমন– প্রথমজন: এক মাছলি (একটি মাছ), দ্বিতীয়জন: পানি মে গায়ি (পানিতে পড়ে গেল), তৃতীয়জন: ছাপাক (পানিতে পড়ার শব্দ)।
এর পরেরজন আবার: দো মাছলি (দুইটি মাছ) দিয়ে শুরু করে, তারপরে একই ভাবে ক্রমান্বয়ে 'পানি মে গায়ি' এবং 'ছাপাক' বলতে থাকে। তবে প্রত্যেক বার মাছের সংখ্যা যতগুলো হয়, প্রত্যেকটি বাক্যাংশগুলোও ততোবার করে বলতে হয়। আর যে খেলোয়াড় বলতে ভুল করে সে খেলা থেকে বাতিল বলে গণ্য হয়। এভাবে বিজয়ী না পাওয়া পর্যন্ত খেলা চলতে থাকে। এটি অনেকটা মিউজিক্যাল চেয়ার খেলার মতো।
খেলাটি ভাইরাল করা মান তমার ইন্সটাগ্রামে লিখেছেন, 'খেলার নিয়ম জানার জন্য, বায়োতে থাকা লিংকটি দেখুন। এটি ভাইরাল করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা যে ভালোবাসা পাচ্ছি সবার থেকে তার জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি।'
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন