উপজেলা নির্বাচন: চেয়ারম্যান পদে জামানত বাড়ল ১০ গুণ
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের জামানত ১০ গুণ বাড়িয়ে এক লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে ১৫ গুণ বাড়িয়ে ৭৫ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (২০ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ২৫০ ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে।
একইসঙ্গে, আগে আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাতিলের বিধান ছিল, এখন তা কমিয়ে ১৫ ভাগ করা হয়েছে।
এছাড়া চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ২৫ লাখ টাকা এবং নারী সদস্য পদে সর্বোচ্চ এক লাখ টাকা নির্বাচনী ব্যয় নির্ধারণ করা হয়েছে। আগে ভোটার সংখ্যার অনুপাতে ব্যয়সীমা বেঁধে দেওয়া হতো।
তাছাড়া অনিয়ম হলে প্রিজাইডিং অফিসারকে ভোট বন্ধের ক্ষমতা দেওয়া হয়েছে।
অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন সনদ ও টিন নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কমিশন ২০ ফেব্রুয়ারি এই সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আজ প্রজ্ঞাপন দিয়ে বিধিমালা সংশোধন করেছে ইসি।