ঢাকা কলেজিয়েট স্কুলের ২০০ বছরের প্রাচীন ভবন ভাঙার প্রতিবাদ
রাজধানীর প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঢাকা কলেজিয়েট স্কুলের প্রায় দুইশ বছরের পুরোনো ভবন ভাঙার পরিকল্পনার প্রতিবাদে পুরান ঢাকার সদরঘাটে মানববন্ধন করেছে পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি)।
বৃহস্পতিবার (২১ মার্চ) স্কুলের সামনেই এ কর্মসূচি পালন করে সংগঠনটি। মানববন্ধনে তারা প্রাচীন স্থাপনা সংরক্ষণের আহ্বান জানায়।
মানববন্ধনে অনুষ্ঠানে ইউএসজির প্রধান নির্বাহী তাইমুর রহমান বলেন, 'কলেজিয়েট স্কুলটির উপকরণ দেখে বোঝা যায় এটি মোগল আমলে তৈরি। ঢাকার প্রথম সরকারি স্কুল এটি। ২০১৮ সালে একটি নোটিশের মাধ্যমে হাইকোর্ট এটাকে ভাঙার অনুমতি দেয়নি।'
তিনি আরও বলেন, 'এর সাথে আরও প্রায় ২ হাজার ২০০ বিল্ডিংকে ঐতিহ্যের আওতায় আনার প্রচেষ্টা চলছে। কিন্তু হাইকোর্টের অনুমতিকে উপেক্ষা করে এ শতবর্ষী বিল্ডিংটাকে ভেঙে ফেলা হচ্ছে। ২০১৮ সালে লিগ্যাল নোটিশ দেওয়ার পর আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এর মাঝে অনেক ঐতিহ্যবাহী বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে।'
স্কুলটির সাবেক শিক্ষার্থী মেজবাহুল হক বলেন, 'আমি মনে মনে করি, এসব পুরাতন ভবন না ভেঙে নতুন ভবন নির্মাণ করা সম্ভব। আমরা চাই, এই ধ্বংসযজ্ঞ অনতিবিলম্বে বন্ধ করে এই ঐতিহ্যকে সংরক্ষণ করা হোক।'
আরবান স্টাডি গ্রুপের সদস্য রহিম ফরায়েজী বলেন, সারা বিশ্বে যেভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা হচ্ছে, সেভাবে সংরক্ষণ করা গেলে স্কুল ভবনটি আরও ১০০ বছর ব্যবহার করা সম্ভব।
অবিভক্ত ভারতের প্রথম সরকারি স্কুল হিসেবে ১৮৩৫ সালের ১৫ জুলাই ঢাকা কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৮৯ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠানটি ঢাকার সদরঘাটে ১ নম্বর লয়াল স্ট্রিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত।
সেখানে নতুন স্থাপনা নির্মাণের জন্য কয়েকদিন আগে ভবন ভাঙার কাজ শুরু হয়।