আমদানিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রকে কর সুবিধা দেওয়ার নির্দেশ এনবিআরের
বিদ্যুৎকেন্দ্রের জন্য অমাদানিকৃত ইক্যুইপমেন্টে অন্যান্য বিদ্যুৎকেন্দ্র যে ধরনের শুল্ক ও ভ্যাট সুবিধা পায়, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সেই একই সুবিধা পাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এই সুবিধার আওতায় আমদানিকৃত প্ল্যান্ট ও ইক্যুইপমেন্টের ১০ শতাংশ ভ্যালুর ওপর সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র।
গত ১৯ মার্চ এ-সংক্রান্ত একটি অর্ডার প্রকাশ করেছে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বক্ষরিত ওই আদেশে বলা হয়, বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হওয়ার ১২ বছর পর্যন্ত বা বিদ্যমান চুক্তির মেয়াদ—যেটি কম, ওই সময় পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি এ সুবিধা পাবে।
এনবিআরের কাস্টমস বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দেশের অন্যান্য বিদ্যুৎকেন্দ্রগুলো এই সুবিধা পায়। কিন্তু রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য দেওয়া আদেশে এই বিষয়টি অন্তর্ভূক্ত ছিল না।
'নতুন করে এটি অন্তর্ভূক্ত করার মাধ্যমে ওই কেন্দ্রও অন্যদের মতো একই সুবিধার আওতায় এসেছে।'