ভালো কাজে যুক্ত হওয়ার শর্তে প্রবেশনে থাকা ৪১ কিশোরকে মুক্তি দিলেন আদালত
রাজশাহীতে প্রবেশনে থাকা ৪১ কিশোরকে ভালো কাজে যুক্ত হওয়ার শর্তে মুক্তি দিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের মুক্তি দেন। এসময় মুক্তিপ্রাপ্ত কিশোরদের হাতে ফুল আর জাতীয় পতাকা তুলে দিয়ে তাদের আর কোনো অপরাধে না জড়ানোর আহ্বান জানান বিচারক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহীতে শিশু আইনের আওতায় মারামারি, মাদক, শ্লীলতাহানিসহ মোট ৩৫টি মামলায় আসামি ছিল ৪১ জন। এসব আসামির বয়স ১৮ বছরের কম হওয়ায় শাস্তির পরিবর্তে গত ছয় মাস একজন প্রবেশন কর্মকর্তার তদারকির মধ্যে ছিল তারা। এসময় বই পড়া থেকে শুরু করে তারা বিভিন্ন ভালো ভালো কাজ করেছে। প্রবেশন কর্মকর্তা তাদের ফলোআপ ও কর্মকাণ্ড যাচাই করে সন্তুষ্ট হয়ে প্রতিবেদন দাখিল করলে বিচারক তাদের মুক্তি দেন।
শিশু ও তাদের অভিভাবকদের ভাষ্য, ভবিষ্যতে এই জাতীয় কোনো অপরাধে জড়াবে না তারা– এমন শর্তে আদালত তাদের মুক্ত করে দিয়েছেন।
রাজশাহী জেলা প্রবেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, "বিকল্পপন্থায় শিশুদের সংশোধনের সুযোগ দেয়ার এমন ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে। গত এক বছরে রাজশাহী শিশু আদালতের বিচারক প্রায় ৮০ টি মামলার ৮০ জন শিশুকে সংশোধনের সুযোগ দিয়ে জামিন দেন।"