ছাড়া পেয়েছেন ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর
গ্রেপ্তারের একদিনের মধ্যেই মুক্তি পেয়েছেন ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র।
আজ বুধবার রাতে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।
আক্তারুল ইসলাম জানান, 'ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে দুদকের মামলায় গ্রেপ্তারের সময় তিনি যে হাইকোর্ট থেকে ২ মাসের আগাম জামিনে আছেন, সেটি জানাননি। দুদকে আনার পরে তাঁর জামিনের বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জানালে জামিনের কাগজপত্র যাচাই- বাচাই করে তাঁকে আদালতে সোপর্দ না করে ছেড়ে দেয়া হয়।'
দুদকের মামলায় সংস্থাটির উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ গতকাল (১৫ অক্টোবর) রাতে তাঁকে গ্রেপ্তার করেন।
অভিযোগে বলা হয়, 'পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি' শীর্ষক প্রকল্পের আওতায় ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা থেকে ৫০০টি এইচপি সার্ভার এবং উইনার ইউপিএসসহ অন্যান্য ইলেট্রেনিক সামগ্রী কেনা হয়। পরে জেলা ও উপজেলা পর্যায়ে ডাকঘরগুলোতে বিতরণ করা হয় সেসব সরঞ্জাম।
"প্রকল্পের আওতায় সংগৃহীত এসসব যন্ত্রের কোনটিই ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো কোনো ক্ষেত্রে মেশিন ও যন্ত্রাংশ প্যাকেটজাত অবস্থাতেই পড়ে ছিল। এসব মেশিন কী কাজে ব্যবহার করা হবে তার কোনো নির্দেশনা প্রকল্প কর্তৃপক্ষ না দেওয়ায় যন্ত্রগুলো কোনো কাজে আসেনি।"
এসব কারণে সুধাংশের বিরুদ্ধে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ২৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তিনি সরকারি অর্থের অপব্যবহার করে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
সরকারি মালিকানাধীন টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সাথে এ চুক্তি করে ডাক বিভাগ।
উল্লেখ্য, ২০২০ সালে দুর্নীতির অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।