নিঝুম দ্বীপের কিল্লা পুকুরে এবারও পাওয়া গেল ইলিশ
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের 'যুগান্তর কিল্লা' পুকুরে এবারও ইলিশ মাছ পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, ২২টি ইলিশ মাছ ধরা পড়েছে। প্রতিটি ৫০০-৬০০ গ্রাম ওজনের, সবমিলিয়ে প্রায় ১০ কেজি হতে পারে।
পুকুরটিতে প্রতি বছর ইলিশ পাওয়া যায় বলেও জানান তিনি।
পুকুরের ইজারাদার জানিয়েছেন, এবছর আরও ইলিশ পাবেন বলে তিনি আশাবাদী।
বুধবার (২৭ মার্চ) পুকুরে জাল টেনে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে ইলিশ ধরা পড়ে।
স্থানীয় ইউপি সদস্য আরও জানান, এর আগে ২০২২ সালের মে মাসে একই পুকুরে একই সাইজের ৩৫টি ইলিশ পাওয়া যায়। এর আগেও প্রতি বছর এক-দুইটি ইলিশ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা খবির উদ্দিন জানান, আশ্রয়ণ প্রকল্পের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান। বিশাল পুকুরে গত কয়েক দিন যাবত সেচ দিয়ে পানি কমান তিনি। বুধবার সকালে পানি কমে গেলে জেলেরা জাল দিয়ে মাছগুলো ওপরে তোলেন। এ সময় অন্যান্য মাছের সঙ্গে ২২টি ইলিশ ধরা পড়ে। বিগত বছর গুলোতেও এই পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে।
পুকুরের ইজারাদার আবদুল মান্নান বলেন, আশ্রয়ণ প্রকল্পের পুকুরটি তিনি ইজারা নিয়ে মাছ চাষ করেন। প্রতি বছর এ পুকুরে কম বেশি ইলিশ পাওয়া যায়। এবছর আরও ইলিশ পাবেন বলে তার ধারণা।
নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত জোয়ারের পানি প্রবেশ করায় ইলিশ পুকুরে এসেছে। পানি কমে গেলে বের হতে না পারায় মাছগুলো পুকুরেই ছিল।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। নিঝুমদ্বীপ প্রতি সময়ে জোয়ারে প্লাবিত হয়। পুকুরটি যখন প্লাবিত হয়েছে, তখন ইলিশ প্রবেশ করেছে।