রপ্তানিমুখী শিল্পের কর্মহীন শ্রমিকরা প্রতি মাসে ৩০০০ টাকা সহায়তা পাবেন
সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় রপ্তানিমুখী শিল্পের কর্মহীন ও অসহায় শ্রমিকরা সহায়তা হিসেবে প্রতি মাসে তিন হাজার করে টাকা পাবেন।
আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানী হাজারীবাগের জেড এইচ সিকদার উইম্যান মেডিক্যাল কলেজে এ কার্যক্রমের বিষয়ে অনুষ্ঠিত কমিউনিটি সমাবেশে এ কথা জানানো হয়।
সমাবেশে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'রপ্তানিমুখী শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুঃস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম শুরু হয় ২০২০ সালে। কভিড-১৯ এর কারণে সে সময় বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু প্রচারণার অভাবে বেশিরভাগ শ্রমিকই এ সামাজিক সুরক্ষার কথা জানেন না।'
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নিবার্হী কর্মকর্তা আবু সাইদ বলেন, 'সরকারি সুরক্ষার আবেদন করতে বিটিএর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।'
সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন, 'প্রত্যেক শ্রমিককে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা সম্পর্কে জানতে হবে। সরকারের শ্রমিক কল্যাণ তহবিল আছে। কিন্তু এ তহবিলের সুবিধা সম্পর্কে অনেক শ্রমিকই জানেন না। যারা জানেন না, আমাদের উচিত তাদের জানানো।'
সমাবেশে হাজারীবাগ এলাকার প্রায় ৪০০ পাদুকা, চামড়াজাতপণ্য ও ট্যানারি শ্রমিক উপস্থিত ছিলেন।