এইচএসসির রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ৩০ জুন
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে।
আজ (২ এপ্রিল) সব শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রুটিন অনুযায়ী, আগামী ৩০ জুন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১১ আগস্ট পর্যন্ত।
ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।