এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ: ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য
এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এরকম শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪২টি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর মোট ৯ হাজার ১৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে দিনাজপুর শিক্ষাবোর্ডের সর্বোচ্চ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য।
এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ৮টি, রাজশাহীর ১২টি, কুমিল্লার ৪টি, যশোরের ৭টি, চট্টগ্রামের ৫টি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
তবে সিলেট ও বরিশাল শিক্ষাবোর্ডে শতভাগ ফেল করেছে– এমন কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২টি এবং কারিগরি বোর্ডের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
২০২২ সালের এইচএসসিতে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ।