বান্দরবানে বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার
বান্দরবানের আলীকদমে বিপন্ন প্রজাতির দুটি ভালুক শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী পাচারের দায়ে মো. আলাউদ্দিন নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক মো. আলাউদ্দিন (২৪) আলীকদম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পালং পাড়ার বাসিন্দা শামশুল আলমের ছেলে।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকার আলীকদম-চকরিয়া সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলীকদম-চকরিয়াগামী মো. আলাউদ্দিন নামে এক মোটরবাইক আরোহীকে তল্লাশি করে তার মোটর বাইকে বস্তার মধ্যে অচেতন অবস্থায় দুটি ভালুকের শাবক উদ্ধার করা হয়।
সৈকত শাহীন বলেন, 'বন্যপ্রাণী পাচারের দায়ে মোটর বাইকসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ভালুক শাবক দুটি চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বন বিভাগের সাথে আলোচনা চলছে।'
এছাড়া বান্দরবানের বনাঞ্চল থেকে বন্যপ্রাণী পাচার রোধে বান্দরবান পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল জানান, আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে। ভালুক শাবক দুটি আদালতের নির্দেশে পুলিশ এবং বনবিভাগের উদ্যোগে অবমুক্ত করা হবে।
তিনি বলেন, 'এটা মূলত স্থানীয় ভালুক; পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তারপরও কোন প্রজাতির, পাহাড়ে আরও কোন কোন জায়গায় তারা থাকে, এসব বিষয়ের জন্য চট্টগ্রামের বন্যপ্রাণী বিভাগকে অবহিত করা হয়েছে।'
এদিকে বন ও পরিবেশ নিয়ে কাজ করা সেইভ দ্য নেচার অব বাংলাদেশ-এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, 'শাবক দুটি দেশীয় কালো প্রজাতির ভালুক। আর যিনি আটক হয়েছেন, তিনি আন্তঃদেশীয় বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।'
তিনি বলেন, 'এর আগেও উল্লুক, লজ্জাবতী বানর, ভাল্লুক ও মায়াহরিণ পাচার করে নিয়ে গেছে তারা। একবার আলীকদম থেকে রাজধনেশ পাচার করার সময় ধরা পড়ে পাচারচক্রের ১২ জন সদস্য এখনও জেলে রয়েছে। পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বন্যপ্রাণী আলীকদম থেকে কুমিল্লা-ফেনী হয়ে ভারতে চলে যায়। আবার আলীকদম থেকে কুমিল্লা-সাতক্ষীরা হয়েও চলে যায়। পরে ভারত থেকে চীনসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় এসব বন্যপ্রাণী।'