ঈদযাত্রা: মহাসড়কে যানবাহন স্বাভাবিকের চেয়ে বেশি হলেও যানজট নেই
ঈদ উপলক্ষে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতকারীরা আজ (৭ এপ্রিল) নিরবচ্ছিন্ন ভ্রমণ করতে পারছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে যানবাহন চলাচল বাড়লেও কোনো যানজট নেই।
নির্ঝঞ্ঝাট যাতায়াতের সুবিধার্থে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সাতটি টোল বুথ চালু রয়েছে। এ সেতু ব্যবহার করে দক্ষিণের জেলাগুলোতে যাতায়াতকারী যাত্রীরা দ্রুত যাতায়াত করতে পারে।
এছাড়া পদ্মা সেতু পার হওয়া মোটরসাইকেলের জন্য নির্ধারিত লেন
পদ্মা সেতু সাইট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আমিরুল হায়দার চৌধুরী বলেন, 'ঈদের ছুটিতে যানবাহন চলাচলের পরিমাণ কিছুটা বেড়েছে, তবে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি।'
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা দূরপাল্লার গণপরিবহনকে ছাড়িয়ে গেছে।
একই অবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশেও।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, সকাল থেকে মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া প্রান্তে কোনো অতিরিক্ত যানবাহনের চাপ দেখা যায়নি।
একইভাবে বঙ্গবন্ধু সেতুর (যমুনা বহুমুখী সেতু) টাঙ্গাইলের পাশেও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফউদ্দিন জানান, সেতুর দিকে যাওয়ার মহাসড়কে স্বাভাবিকের চেয়ে বেশি যানজট থাকলেও এ বছর বাড়ি যাতায়াত নির্বিঘ্ন হয়েছে।