কারখানা ছুটিতে মহাসড়কে জনস্রোত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট
পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে রাজধানী ও আশেপাশের এলাকা থেকে দেশের বাড়ি ফিরতে শুরু করেছে মানুষজন। ঈদযাত্রী বোঝাই যানবাহনের চাপে এরমধ্যেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায় সৃষ্টি হয়েছে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট।
এদিকে ঈদকে সামনে রেখে শিল্পনগরী গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানা সোমবার (৮ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি পেয়ে একসাথে বাড়ির উদ্দেশ্যে মহাসড়কে নেমে এসেছেন লাখ লাখ শ্রমিক। ফলে মহাসড়কে জনস্রোত নেমেছে। এরমধ্যে যানবাহনের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।
টিবিএসের গাজীপুর প্রতিনিধি জানান, অনেক শ্রমিক স্ত্রী-সন্তান ও মালপত্র নিয়ে মহাসড়কের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও যানবাহন পাচ্ছেন না। অনেকে নিরুপায় হয়ে খোলা পিকআপ, ট্রাকে চড়ে বেশি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুপুরের পর গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর এলাকায় কয়েকটি পয়েন্টে যাত্রীর চাপ বেশি লক্ষ করা যায়। এ মহাসড়কের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকা থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত ৭ কিলোমিটার এবং কালিয়াকৈর-নবীনগর সড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
তবে যানজট দূর করে যানবাহনের গতি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাৎ হোসেন বলেন, "দুপুরের দিকে কারখানা ছুটি হওয়ার যাত্রীর চাপ বেড়েছে। ফলে চন্দ্রায় যানবাহনে ধীরগতি আছে। আজ ও কাল একটু চাপ হবেই। ঈদযাত্রা স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।"