টিবিএস’র কলামিস্ট মনোয়ারুল হক আর নেই
ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কলামিস্ট ও ব্যবসায়ী মনোয়ারুল হক (৬৮) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি মারা যান।
মনোয়ারুল হকের জন্ম পিরোজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রামে। পঞ্চাশের দশকে। তিনি বেড়ে ওঠেন ঢাকায়। তৎকালীন কেন্দ্রীয় সরকারি স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন জগন্নাথ কলেজে। এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।
মনোয়ারুল হক ১৬ বছর বয়সে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঊনসত্তরের গণঅভ্যূত্থান, মহান মুক্তিযুদ্ধ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন। রাজনীতির কারণে কারাগারেও যেতে হয়েছিল তাকে। ১৯৮৪ সালে রাজনীতি থেকে সরে আসেন তিনি।
ব্যবসার পাশাপাশি মনোয়ারুল হক লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। 'নেতা' তার লেখা প্রথম উপন্যাস। এছাড়াও রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে অসংখ্য লেখা রয়েছে তার। তার সর্বশেষ বই: সময়ের স্বর।
মনোয়ারুল হক ছিলেন একজন দক্ষ রাজনৈতিক বিশ্লেষক। ভারতের আসন্ন নির্বাচন নিয়ে তার সর্বশেষ বিশ্লেষণধর্মী কলাম গতকাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বাংলা অনলাইনে প্রকাশিত হয়।