দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে আরও ৪ বছরের জন্য পুনর্নিযুক্ত হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
আজ (২৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে তার পুনর্নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(৬) মোতাবেক আগামী ১৭ মে ২০২৪ হতে অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ০৪ (চার) বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুন:নিয়োগ প্রদান করা হলো।'
এর আগে, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুনর্নিয়োগের জন্য মন্ত্রণালয়ের সুপারিশে সম্মতি দেন।