মে মাসজুড়ে থাকবে তাপদাহ-কালবৈশাখী উভয়ই
গত এপ্রিলে মাসজুড়ে ছিল তীব্র তাপদাহ ও ভয়াবহ লোডশেডিং। অতিরিক্ত গরমে জারি করা হয়েছিল হিট অ্যালার্ট। সারা দেশে হিট স্ট্রোকে মানুষের মৃত্যুও হয়েছে।
চলতি মে মাসজুড়ে গরম, তাপপ্রবাহ, বৃষ্টি , নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী উভয়ই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেও পূর্ভাবাসে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি থেকে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পাশা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '২ মে থেকে ১২ মে পর্যন্ত সারা দেশে মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি, কালবৈশাখী হবে। ৬, ৭ ও ৮ মে সারা দেশেই বৃষ্টিপাত হতে পারে।'
তিনি আর বলেন, আগামী ১৩ মে থেকে ২০ মে পর্যন্ত দেশে তাপপ্রবাহ হতে পারে। তারপর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।
মাসব্যাপী তীব্র তাপপ্রবাহের পর বৃহস্পতিবার (২ মে) বিকেলের পর ঢাকার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে তাপপ্রবাহ, বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখী সবকিছুরই সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ এপ্রিলের মতো অবস্থায় যাবে না। এ মাসে এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ থাকবে না। তাপমাত্রা এপ্রিলের চেয়ে কিছুটা কম থাকবে।
এতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ মের পর থেকে বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ থেকে ৬ দিন দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ।