কক্সবাজারে দেশের প্রথম উন্মুক্ত কারাগার নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রথম উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। গতকাল (২ মে) নোয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, 'মালয়েশিয়ার কমিউনিটি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের (সিআরপি) মডেলের ওপর ভিত্তি করে উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ১৬০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'শীঘ্রই উন্মুক্ত কারাগার নির্মাণের কাজ শুরু হবে।'
উন্মুক্ত কারাগারে সাধারণত বন্দিদেরকে ন্যূনতম তত্ত্বাবধান ও পরিধির নিরাপত্তার মধ্যে রেখে সাজা পূর্ণ করতে দেয়া হয় এবং প্রায়ই তাদের কারাগারের সেলে আটকে রাখা হয় না।
ফেনী-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকারের অধীনে বিগত তিন মেয়াদে বাংলাদেশ পুলিশে ৮৩ হাজার ৫৭৭টি পদ বাড়ানো হয়েছে।'
তিনি বলেন, 'স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ার মাধ্যমে এসব পদে জনবল নিয়োগ নিশ্চিত করা হয়েছে।'
আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও অভিযান পরিচালনা এবং বাংলাদেশ পুলিশকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, পুলিশকে একটি স্মার্ট ফোর্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের বিভিন্ন ধরনের আধুনিক আগ্নেয়াস্ত্র দেওয়া হচ্ছে।
উদাহরণস্বরূপ তিনি আগের .৩০৩ রাইফেলের পরিবর্তে বর্তমানে ৭.৬২ মিমি রাইফেল ব্যবহার করার বিষয়টি তুলে ধরেন। এছাড়াও পুলিশ সদস্যদের ৭.৬২/৯ মিমি পিস্তল, ৯ মিমি এসএমজি, .৪৫ ইঞ্চি এসএমজি, ১২ বোরের শটগান, ৩৮ মিমি টিয়ার গ্যাস, গ্যাস বন্দুক/লঞ্চার সহ প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে।
চট্টগ্রাম-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিক অস্ত্র, যানবাহন, উড়োজাহাজ ও নৌযান দিয়ে সজ্জিত করা হয়েছে। ৪০ এলসিওটিএএন, ১২ এটিজিডাব্লিউ, ১৩২ স্নাইপার রাইফেল, ৩ এএএমজি, ২৮ এপিসি আর্মার সহ অত্যাধুনিক অস্ত্র বিজিবিতে যোগ করা হয়েছে।
যানবাহনের মধ্যে রয়েছে ২৫৯টি এটিভি, ১০টি দাঙ্গা নিয়ন্ত্রণ যান (আরসিভি) এবং ৪০টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)। তিনটি হেলিকপ্টারও বিজিবির অন্তর্ভুক্ত ছিল।
নৌযানের মধ্যে ৮৭টি স্পিড বোট, ১২টি হাই-স্পিড ইঞ্জিন বোট, ৪টি এয়ার বোট, ১টি লজিস্টিক জাহাজ, ৫টি পন্টুন, ২৫টি মোটর লঞ্চ, ৪টি পেট্রোল বোট, ১৫টি উদ্ধারকারী নৌকা এবং ২টি জলবাহী জাহাজ রয়েছে।
নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৩ সালের ১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো সাত গ্রাম কালো কোকেন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।